Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটকে এত ভয় পাচ্ছে কেন?—জামায়াত-এনসিপিকে মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৫:১৯ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৫:৩৫

ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও: ‘ভোটকে এত ভয় পাচ্ছে কেন? কারণ তারা জানে যে ভোট হলে তাদের অস্তিত্ব থাকবে না। এজন্য তারা নির্বাচন করতে ভয় পায়। জামায়াতে ইসলামীর টিকিট কাটলে বেহেশতে যেতে পারবে, নাহলে পারবে না এটি আসলে প্রকৃত ইসলাম নয়’, জামায়াতে ইসলাম ও এনসিপির উদ্দেশে এমন কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নম্বর বড়গাঁও ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পিআর জনগণ এখনো বুঝে না। একটি ভোটের মাধ্যমে পার্লামেন্ট গঠিত হোক। তারপরে জনগণকে শিক্ষিত করিয়ে পিআর বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।’

বিজ্ঞাপন

নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন পেছানোর জন্য জামায়াতে ইসলামী পিআর নিয়ে আন্দোলনে নেমেছিল। অন্যদিকে, এনসিপি সনদ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এগুলোর উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা, নির্বাচন পেছানো আর দেশ ব্যবস্থাকে আগের অবস্থায় নিয়ে যাওয়া। আমরা কিছু বিষয়ের সঙ্গে একমত হয়েছি। বিএনপি শুধু সেগুলোর পক্ষেই থাকবে। অন্য কিছুর দায় বিএনপি নিবে না‌। এর দায় বর্তমান সরকারকে‌ নিতে হবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বিচার বিভাগকে স্বাধীন করতে চাই। বিচার ব্যবস্থাকে কেউ যেন জোর করতে না পারে‌। আমরা ন্যায় বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। বিএনপি নির্বাচিত হলে এমনইভাবে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা উন্নত করবো।’

আওয়ামী লীগকে নিয়ে তিনি বলেন, ‘আপনারা কি আওয়ামী লীগকে ভুলে গেছেন, হাসিনাকে ভুলে গেছেন। হতে পারে তিনি দিল্লি থেকে নানাভাবে হরতালের ঘোষণা করছেন, গাড়ী পোড়ানোসহ বিভিন্নভাবে দেশের সম্পদ নষ্ট করছে। দিল্লি থেকে নয় সাহস থাকলে এই দেশের মানুষের সামনে রাজনীতি করেন। দিল্লিতে বসে দেশের আর সর্বনাশ করিয়েন না।’

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বড়গাও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ডা. আহম্মদ আলী।

এছাড়াও এতে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর