রাজবাড়ী: ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কার্যক্রমের আওতায় রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন পেঁয়াজের বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১নভেম্বর) দুপুরে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ হলরুমে সদর কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এই বীজ ও রাসানিক সার বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং কৃষকদের মাঝে বীজ ও রাসানিক সার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে মারিয়া হক বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি অফিসার মো. জনি খান।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, রাজবাড়ী পেঁয়াজ আবাদের সমৃদ্ধ একটি জেলা। দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থান রাজবাড়ীর। ফলে এ জেলার উৎপাদিত পেঁয়াজ দেশের চাহিদার বৃহৎ একটি অংশ পূরণ করে। রাজবাড়ীর অনেক ইউনিয়ন নদী ভাঙন কবলিত। এখানে ইন্ডাস্ট্রিজ নেই বললেই চলে। এখানের মানুষের জীবন-জীবিকার একটা উৎস্য হচ্ছে কৃষি। সরকার কৃষকের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। রবি মৌসুমে এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের আবাদে উৎসাহিত করবে এবং খাদ্য উৎপাদন আরও বাড়াবে।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কার্যক্রমের ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে শীতকালীন পেঁয়াজের এক কেজি বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি রাসানিক সার দেওয়া হয়েছে।