Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি মহসিন, সাধারণ সম্পাদক বিপু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৬:৩০

সভাপতি মহসীন পারভেজ এবং সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু। ছবি: সারাবাংলা

পটুয়াখালী: কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত এই কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

সোমবার (১০ নভেম্বর) রাত নয়টায় কলাপাড়া পুরাতন হাসপাতাল কার্যালয়ে অবস্থিত কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম মিলনায়তনে এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কার্য নির্বাহী এ কমিটির সভাপতি মহসীন পারভেজ (এশিয়ান টিভি), সিনিয়র সহ-সভাপতি জাহিদ রিপন (এটিএন বাংলা টিভি ও এটিএন নিউজ), সহ-সভাপতি গৌতম হালদার (মোহনা টিভি), সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু ( ইন্ডিপেন্ডেন্ট টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা (আনন্দ টিভি), অর্থ সম্পাদক সৈয়দ মো. রাসেল (রূপসী বাংলা টিভি), দপ্তর সম্পাদক মো. পারভেজ (বিজয় টিভি), কার্য নির্বাহী সদস্য জসিম পারভেজ (এখন টিভি), মিলন কর্মকার রাজু (৭১ টিভি), সাইফুল ইসলাম রয়েল (মাই টিভি), ফরাজি মো. ইমরান দীপ্ত টিভি)।

বিজ্ঞাপন

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্জ এ বি এম মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মো. মনিরুজ্জামান মনির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া সাংবাদিক ফোরাম, কলাপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটি লিমিটেড, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, কলাপাড়া নাগরিক সমাজ, বাউল সংঘ, আমরা কলাপাড়াবাসী, গৌরবোজ্জ্বল ৯৯-সহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর