Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তফসিলের আগেই গণভোট দিতে হবে: রেজাউল করিম

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৭:২৪ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৭:৩৮

সমাবেশে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে সবাই একমত পোষণ করেছে। এখন গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন করবেন কোন আইনে? গণভোটের মাধ্যমে জুলাই সনদ আইনিভিত্তি পেলেই জাতীয় নির্বাচনও আইনিভিত্তি পাবে।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে জুলাই সনদ বাস্তবায়ন ঘোষণা, তফসিলের আগে গণভোট ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে ৮ দলের যৌথ সমাবেশে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই সতর্ক করে বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ভারতে পালাতে পেরেছে। নতুন করে যারা ফ্যাসিবাদী হতে চাইছেন তারা পালাবেন কোথায়? বিএনপির কথায় একই দিনে গণভোট দেওয়ার পাঁয়তারা যারা করছে তাদের মতলব জনগণ জানে।

বিজ্ঞাপন

মুফতি রেজাউল করিম বলেন, আমাদের আর কতবার রাস্তায় আসতে হবে? আমরা শান্ত ও নম্র ভাষায় আমাদের দাবি জানিয়ে গেলাম। এরপরেও যদি সরকারের বোধদয় না হয় তাহলে এমন কর্মসূচি আসবে যে আপনারা দাবি মানতে বাধ্য হবেন।

পীর সাহেব চরমোনাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধানসহ  আটদলের নেতারা।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর