বগুড়া: বগুড়ায় অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ১ হাজার ১৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে বগুড়া সদরের পূর্ব পালশা এলাকার একটি কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষন চন্দ্র দাস।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মাহমুদুল হাসান। অভিযানে র্যাব-১২ বগুড়ার সদস্যরা সহযোগিতা করেন।