Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্ভয়ে জীবনযাপন করুন, অন্যায় হলে আমাদের জানান: এম এ কাইয়ুম

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৮:৩৬ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৮:৪১

ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক জাতির মানুষ; বাংলাদেশি। ভয় বা অনিরাপত্তার কোনো কারণ নেই, নির্ভয়ে জীবনযাপন করুন। অন্যায় হলে আমাদের জানান, আমরা পাশে থাকব।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর ভাটারার শ্মশানঘাট এলাকায় একটি বিশুদ্ধ পানি উত্তোলন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এলাকাবাসীর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি স্থানীয় উন্নয়ন, নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

বিজ্ঞাপন

ড. এম এ কাইয়ুম বলেন, ‘ধর্ম, বর্ণ বা গোত্র যাই হোক না কেন আমরা সবাই এক জাতির মানুষ; আমরা বাংলাদেশি। ভাটারায় যারা জন্মেছেন বা বসবাস করছেন, এখানে আপনাদের অধিকার রয়েছে। ভয় বা অনিরাপত্তার কোনো কারণ নেই, নির্ভয়ে ও সাহসের সঙ্গে জীবন যাপন করুন। যদি কোনো অন্যায় বা প্রতিরোধের ঘটনা ঘটে, আমাদের জানান আমরা আপনার পাশে থাকব।’

ড. কাইয়ুম বলেন, ‘মানুষের জীবন অমূল্য। আমরা এমন এক সমাজ গড়ে তুলতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, থাকবে না ভয় কিংবা অন্যায়ের আশঙ্কা। আমাদের লক্ষ্য ভোটের অধিকার ফিরিয়ে এনে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ন্যায়নিষ্ঠ বাংলাদেশ গড়ে তোলা।’

তিনি বলেন, ‘দেশের উন্নয়ন তখনই টেকসই হবে, যখন প্রতিটি নাগরিক নিজেকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ অবস্থানে দেখতে পাবে।’

সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং আবাসনের নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘সংখ্যালঘুদের জন্য নিরাপদ আশ্রয় ও বাসস্থান নিশ্চিত করা হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি বন্ধ করা হয়েছে, ভবিষ্যতেও তা কঠোরভাবে দমন করা হবে। একইসঙ্গে ভাটারায় মাদক নিয়ন্ত্রণে অভিযান ও সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘অন্য ধর্মাবলম্বীদের সমস্যাগুলোও ধাপে ধাপে সমাধান করা হবে। এখানে কেউ যেন অবহেলিত না হয়, সেদিকে আমরা নজর রাখব। জমি দখল বা জবরদখলের মতো অপরাধ যাতে না ঘটে, তার জন্য আইনি ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।’

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর