Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ির বেসমেন্টে লুকিয়ে ছিল যুবলীগ নেতা, ধরে আনল পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৯:২২ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ২০:৫২

মো.শওকত হোসেন খোকন। ছবি কোলাজ: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে পুলিশের অভিযানের মুখে নিজ বাড়ির বেসমেন্টে (মাটির নিচে ভবনের অংশ) আশ্রয় নিয়েছিলেন এক যুবলীগ নেতা। তবুও রক্ষা হয়নি। পুলিশ বেসমেন্টে ঢুকে আত্মগোপন করা ওই নেতাকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বোয়ালখালী উপজোর সারোয়াতলী ইউনিয়নের ছনদণ্ডী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মো.শওকত হোসেন খোকন (৪৫) বোয়ালখালী উপজেলার যুবলীগের (বর্তমানে কার্যক্রম স্থগিত) যুগ্ম সম্পাদক পদে আছেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান সারাবাংলাকে বলেন, ‘শওকত ফেসবুকে নিজের আইডি থেকে ক্রমাগত গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিল। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকা অবস্থায়ও সে দেওয়াল লিখন, পোস্টারিংসহ বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিল। আমরা তাকে ধরার চেষ্টা করছিলাম। কিন্তু সে খুবই কৌশলী। কয়েকবার অভিযান চালিয়েও আমরা তাকে ধরতে পারিনি।’

বিজ্ঞাপন

‘মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়ে শওকত নিজ বাড়িতে প্রবেশ করে বলে আমরা তথ্য পাই। তখন আমরা গিয়ে ওই বাড়ি ঘিরে ফেলি। পুরো ভবন তল্লাশি করে প্রথমে তাকে পাওয়া যায়নি। পরে নিচতলার ঘরের নিচে সুড়ঙ্গের মতো একটি গোপন জায়গার সন্ধান পেয়ে সেখানে তল্লাশি করি। দেখা যায়, সেখানে শওকত লুকিয়ে আছে। তখন আমরা তাকে গ্রেফতার করি।’

সুড়ঙ্গের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘২০১৬ সালে তারা পাকা ভবন নির্মাণ করে। নিচতলার পর মাটির নিচে আরও একতলার মতো বেসমেন্ট রাখা হয়েছে। বাইরে থেকে সেটা বোঝা যায় না। নিচতলার ঘরের মেঝেতে টাইলস লাগানো আছে। সেই টাইলসের নিচ দিয়ে বেসমেন্টে যাবার একটা পথ আছে। সেখানে শওকত লুকিয়ে ছিল। আমাদের ধারণা, আগেও সে একই কৌশলে গ্রেফতার এড়াতে সক্ষম হয়েছিল।’

সারাবাংলা/আরডি/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর