Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩১৫ দিনে ডেঙ্গুতে ৩১৮ মৃত্যু, আক্রান্ত সাড়ে ৮০ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৯:৩২ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ২০:৫২

ঢাকা: দেশে চলতি বছরের ৩১৫ দিনে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩১৮ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৬৩৪ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়ে আরও ৯১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৫৮৪ এবং নারী ৩২৮ জন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩০, ঢাকা উত্তর সিটিতে ১৯৪, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩১, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭২, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৮০ হাজার ৬৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২১৮ জনের।

এর আগে, গতকাল সোমবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর