Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোটের প্রার্থী নয়, বিএনপির প্রার্থীর দাবিতে আমরণ অনশনে রিয়াজুল

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৯:৪৫ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ২০:৫২

আমরণ অনশনে বসেছেন মো. রিয়াজুল ইসলাম। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থীর দাবিতে আমরণ অনশনে বসেছেন মো. রিয়াজুল ইসলাম (৩৬) নামে এক যুবক।

অনশনে বসা রিয়াজুল ইসলাম তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহবায়ক। তিনি রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ১নং ওয়ার্ডের ঢেঁকিপাড়া গ্রামের উকিল প্রামানিকের ছেলে এবং স্থানীয়ভাবে বিএনপি ও তার অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

জানা গেছে, সোমবার (১০ নভেম্বর) দুপুর থেকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দর্গাতলা এলাকার হযরত শাহ জুঁই মাজার শরীফের সামনে অনশনে বসেন রিয়াজুল ইসলাম। তিনি ঘোষণা দিয়েছেন যে, কোনো জোট বা সমর্থিত প্রার্থী নয়, রাজবাড়ী-২ আসনে ধানের শীষ প্রতীকেই প্রার্থী চান তিনি।

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড সঙ্গে নিয়ে ধানের শীষে বিএনপির দলীয় পতাকা রেখে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন।

রিয়াজুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করেছে। কিন্তু রাজবাড়ী-২ আসনে এখনো মনোনয়ন ঘোষণা করে নাই।

তিনি বলেন, ‘আমাদের এ আসনে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাসিরুল হক সাবু ও রাজবাড়ী জেলা বিএনপির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ এ আসনে বিএনপির মনোনয়নের দাবীদার। এদের মধ্যে থেকে যাকে মনোনয়ন দিবে তারেক জিয়া পরিষদ সেই প্রার্থীকে নিয়ে ধানের শীষকে বিজয়ী করতে আমরা বদ্ধ পরিকর। আমরা শুনছি এ আসনে জোটের প্রার্থী দেওয়া হবে। যাকে নিয়ে আলোচনা শোনা যাচ্ছে তিনি আওয়ামী লীগের দোসর।’ এমন ব্যক্তিকে রাজবাড়ী- ২ আসনের মানুষ মেনে নেবে না বলেও দাবি করেন তিনি।

অনশনরত রিয়াজুল ইসলাম বিএনপির হাইকমান্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির মনোনয়ন বোর্ডের নেতাদের অনুরোধ করে বলেন, এই আসনে যেন ধানের শীষের প্রার্থী দেওয়া হয়। জোটের কোন প্রার্থী আসলে এ আসনের মানুষ তা মানবে না। ধানের শীষের মনোনয়ন বা প্রার্থী ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি এ অনশন চালিয়ে যাবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর