Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার বক্তব্যকে বিকৃত ও ভুলভাবে উপস্থাপন করেছে কিছু গণমাধ্যম: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ২১:৩৩ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ২৩:২৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ছবি)

ঢাকা: ‘আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সেসব মামলা তুলে নেওয়া হবে’ শিরেনামে প্রচারিত সংবাদকে বিকৃত ও ভুলভাবে উপস্থাপন হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যা অত্যন্ত দুঃখজনক।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে দলটির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু সই করা এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এর আগে, বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় ওই বক্তব্য দেন বিএনপি মহাসচিব।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘আজকের সভায় আমার বক্তব্যে আমি পরিষ্কারভাবে বলেছি যে, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আরও বলেছি, এই ইউনিয়নে যদি হয়রানিমূলক কোনো মামলা থাকে, তাহলে আমরা তা তুলে নেবো।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তার বক্তব্যে কোথাও তিনি দেশব্যাপী মামলা দায়ের বা মামলা প্রত্যাহারের বিষয়ে কোনো মন্তব্য করেননি। অথচ বিভিন্ন গণমাধ্যম তার বক্তব্য বিকৃত করে প্রকাশ করেছে, যা সত্য নয় এবং বিভ্রান্তিকর।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি দেশবাসী ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি—গণমাধ্যমে প্রকাশিত ভুল ও বিকৃত বক্তব্যে বিভ্রান্ত হবেন না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর