টাঙ্গাইল: ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইলে জেনারেল হাসপাতাল এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৩ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে অর্থদণ্ড এবং ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন ও নুসরাত জাহান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন বলেন, ‘জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে আজ টাঙ্গাইলে জেনারেল হাসপাতাল এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়েছে। দালাল চক্রের ১৩ জন সদস্যকে অর্থদণ্ড ও বিভিন্ন মেয়েদে কারাদণ্ড দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, এই দালালচক্র হাসপাতালে আসা রোগীদের প্রলোভন দেখিয়ে শহরের বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকে চিকিৎসা শেষে কমিশন নিয়ে থাকেন তারা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।