Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ২২:০৩ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ২৩:২৭

ঢাকা: যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারির নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সদর দফতর থেকে এ সংক্রান্ত চিঠি বিমানবন্দরগুলোতে পাঠানো হয়েছে।

বেবিচক জানিয়েছে, দেশে চলমান বিভিন্ন সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে এই সতর্কতার ব্যবস্থা নেওয়া হয়েছে।

চিঠিতে সিসিটিভি নজরদারি বাড়ানো, নিরাপত্তা টহল জোরদার করা এবং সর্বোচ্চ জনবল নিশ্চিত করার মতো একাধিক কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে। বিমানবন্দর এলাকায় সব ধরনের টহল বৃদ্ধি এবং মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়, সব বিমানবন্দরে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করতে হবে। এছাড়া সার্বিক ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম আরও জোরদার করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়।

বেবিচক সূত্র জানিয়েছে, সম্প্রতি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের পর থেকেই বিমানবন্দরগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবার সংস্থাটি বাড়তি সতর্কতার নির্দেশনা দিয়েছে। সেসঙ্গে বিমানবন্দরের অগ্নিসুরক্ষা ব্যবস্থার প্রস্তুতি ও সতর্কতা ২৪/৭ সক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর