ঢাকা: জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা তৈরির জন্য দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকেই দায়ী করেছে গণতন্ত্র মঞ্চ। মঙ্গলবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মঞ্চের নেতারা বলেন, প্রধান দলগুলোর পরস্পরবিরোধী অবস্থান ও সরকারের দায়সারা আচরণে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে। এতে “নতুন বাংলাদেশের স্বপ্নও বিপন্ন হচ্ছে” বলে মন্তব্য করেছে তারা।
বিবৃতিতে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের সময় নির্ধারণ নিয়ে বড় দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করেছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এ সুযোগে পরাজিত মাফিয়া গোষ্ঠী অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, যা জাতির জন্য “দুর্ভাগ্যজনক”।
গত ১৮ অক্টোবর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই করে। এরপর ২৭ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন সনদ বাস্তবায়নের সুপারিশ অন্তর্বর্তী সরকারকে জমা দেয়। তবে সংবিধান সংস্কারের গণভোটের সময়সহ বিভিন্ন বিষয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী বিপরীত অবস্থান নেয়। সরকারের আহ্বানেও এখনো সমঝোতা হয়নি।
গণতন্ত্র মঞ্চ বলেছে, “যারা জুলাই গণ–অভ্যুত্থানে নিহত ও আহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো পরিবর্তে রাজনৈতিক দলগুলো এখন দলীয় স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছে।” তারা অভিযোগ করে, কিছু দল নিজেদের পদ্ধতিকে অন্যদের ওপর চাপিয়ে দিয়ে প্রভাব বিস্তারের মাধ্যমে আগেভাগেই নির্বাচনী প্রাধান্য দেখাতে চাইছে।
অচলাবস্থা নিরসনে অন্তর্বর্তী সরকারকে মুখ্য ভূমিকা পালনের আহ্বান জানিয়ে গণতন্ত্র মঞ্চ বলেছে, “সরকারকে নিয়মতান্ত্রিক পথে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে হবে।”
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান জানিয়ে মঞ্চ আরও বলেছে, “ঘোষিত সময়ে নির্বাচন না হলে দেশ ভয়াবহ নিরাপত্তাঝুঁকিতে পড়বে।” তারা অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছে যেন কোনোভাবেই এই নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়।