ঢাকা: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সংস্থাটির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৬৬৮ জন।
ফলাফল কমিশন www.bpsc.gov.bd bpsc. ও টেলিটলকের teletalk.com.bd এই ওয়েবসাইট পাওয়া যাবে।
উল্লেখ্য, বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গত ৯ নভেম্বর শেষ হয়েছে।
এই বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদ পূরণের জন্য প্রার্থী বাছাই করা হচ্ছে।
পিএসসি সূত্র জানিয়েছে, এ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন এবং এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১ হাজার ২১৯ জন।
উত্তীর্ণদের তালিকা দেখুন এই ঠিকানায়