Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আল্লামা নুরুল হুদা ফয়েজীর মৃত্যুতে নেতাদের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ২৩:৫০

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী রহ. মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেতারা।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩ টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি তার রুহের মাগফিরাত ও উচু মাকাম কামনা করেন। এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুমের ইন্তেকালে আরও শোক বার্তা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) -এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

বিজ্ঞাপন

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ‘আল্লামা নুরুল হুদা ফয়েজী দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সারাদেশে বিস্তৃত বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। প্রবীণ রাজনীতিবিদ ও আলেম হিসেবে তিনি সারাদেশে প্রসিদ্ধ ছিলেন। তিনি ছিলেন ইসলামপ্রিয় জনগণের হৃদয়ের নেতা, এক নিবেদিতপ্রাণ দাঈ এবং সত্য-ন্যায়ের অগ্রসেনানী। আল্লাহ তায়ালা তার খেদমতগুলোকে কবুল করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।’

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর