Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় যুবলীগের মশাল মিছিল, ৩ নেতাকর্মী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ০০:১৪ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১০:৫২

আটক ৩ নেতাকর্মী

বগুড়া: জেলার সারিয়াকান্দি উপজেলায় আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ ও ‘ইউনুস হটাও দেশ বাঁচাও’ মশাল মিছিল উপলক্ষ্যে ব্যানারসহ যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার কালিতলা নৌঘাট এলাকা থেকে সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় তাদের আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতাররা হলেন— কামালপুর ইউনিয়নের আওলাকান্দি গ্রামের আনারুল ইসলামের ছেলে সম্পদ মিয়া (২১), ধুনট উপজেলার চুনিয়াপাড়া গ্রামের ওয়েদ আলীর ছেলে সোহাগ মিয়া (১৮) এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে হৃদয় হাসান (১৮)।

বিজ্ঞাপন

সেনাবাহিনী সূত্র জানায়, টহল চলাকালে কালিতলা গ্রোয়েনবাঁধ এলাকায় তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছ থেকে “১৩ তারিখ লকডাউন, ইউনুস হটাও দেশ বাঁচাও, মশাল মিছিল সার্থক হোক” লেখা ব্যানার উদ্ধার করা হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, ‘ব্যানারসহ আটক তিনজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

বিজ্ঞাপন

শীতে নারীদের মানানসই জুতা
৮ জানুয়ারি ২০২৬ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর