Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জর্জিয়ায় তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২৫ ০৮:৪৭

বিধ্বস্ত বিমানটি। ছবি: আল জাজিরা

জর্জিয়ার আজারবাইজান সীমান্তের কাছে একটি তুর্কি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তুরস্ক ও আজারবাইজান উভয় দেশই মঙ্গলবারের (১১ নভেম্বর) এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রনির্মিত সি-১৩০ কার্গো বিমানটিতে অন্তত ২০ জন তুর্কি সেনা সদস্য ছিলেন। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে বিমানে আজারবাইজানি সেনারাও থাকতে পারেন।

বিমানটি আজারবাইজানের গানজা শহর থেকে উড্ডয়ন করে তুরস্কে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। জর্জিয়ার কাখেতি অঞ্চলের সিগনাঘি এলাকায়, আজারবাইজান সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয় বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গেলা গেলাদজে নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। হতাহতের কোনো তথ্য এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেন, উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ করছে।

এদিকে, জর্জিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা সাকারোনাভিগাটসিয়া জানিয়েছে, বিমানটি দেশটির আকাশসীমায় প্রবেশের পরপরই রাডার থেকে হারিয়ে যায় এবং কোনো বিপদ সংকেত পাঠায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর