Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুরে শপথ নেবেন হাইকোর্টের স্থায়ী ২২ বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ০৯:০২

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: ২০২৪ সালে নিয়োগ পাওয়া হাইকোর্টের ২২ অতিরিক্ত বিচারপতি, স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ২০২৪ সালের নিয়োগ পাওয়া হাইকোর্টের ২২ অতিরিক্ত বিচারপতিকে মঙ্গলবার স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি এই নিয়োগ প্রদান করেছেন। যদিও বয়স ৪৫ না হওয়ার কারণে, বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নিয়োগ স্থায়ী করা হয়নি। তিনি বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে।

বিজ্ঞাপন

স্থায়ী নিয়োগপ্রাপ্ত ২২ বিচারপতি হলেন:

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথিকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজী।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর