Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসির সংলাপে জাপা ও ১৪ দলীয় শরিকদের ডাক না দেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১২:৪৭ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৩:২৮

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। 

ঢাকা: জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকদের নির্বাচন কমিশনের সংলাপে দেখতে চায় না গণঅধিকার পরিষদ।

বুধবার (১২ নভেম্বর) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করে এ নিয়ে লিখিত আবেদন জমা দেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র হিসেবে নির্বাচনের সুযোগ পেলে তারা নির্বাচন বানচালের চেষ্টা করবে। এছাড়া নিবন্ধনের দোহাই দিয়ে এই দলগুলোকে ইসির সংলাপে ডাকলে আন্দোলন করার হুঁশিয়ারিও দেন রাশেদ খাঁন।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি। এরই মধ্যে দলগুলোকে চিঠিও পাঠানো হচ্ছে। জানা গেছে, এবার কমিশন ধাপে ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে। যা নভেম্বর মাসজুড়েই চলবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর