Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে আ.লীগ নেতা গ্রেফতারে বাজার লকডাউন, ব্যবসায়ীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১০:৩৮

খাসেরহাট বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল।

নোয়াখালী: নোয়াখালী সুবর্ণচর উপজেলায় চরবাটা খাসেরহাটের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরকে গ্রেফতারের কারণে ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও বিএনপির নেতা গোলাম মাওলা ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুর রহমান খোকন বাজার লকডাউন ঘোষণা করে ব্যবসায়ীদের দোকান বন্ধ করতে বাধ্য করেন। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে স্থানীয় খাসেরহাট বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশ থেকে চরবাটা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান গোলাম মাওলাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। এতে বাজারের সাধারণ ব্যবসায়ী ও স্থানীয়রা ছাড়াও বাজারের সাধারণ ক্রেতারা অংশগ্রহণ করেন। প্রতিবাদ মিছিলটি খাসেরহাট বাজার প্রদক্ষিণ শেষে মাছ বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা দলীয় লোকদের মধ্যে যারা আওয়ামী লীগের নেতাদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বাজারের ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ’তাদের প্রতি তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানান।

এ সময় এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, চরবাটা ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউল্লাহ সওদাগর,উপজেলা যুবদল নেতা নুরুল হুদা, সেচ্চাসেবক দল নেতা মজনু, চরবাটা ইউনিয়ন জামায়াত নেতা দিদারুল ইসলামসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর