Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৩:২৩ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৩:২৫

রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন।

ঢাকা: রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে গাড়িটিতে কাজ করার সময় হঠাৎ আগুন ধরে যায় বলে জানা গেছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রমনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক।

তিনি বলেন, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারির সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে কোনো হতাহত নেই।

ওসি গোলাম ফারুক বলেন, গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটেছে।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ