ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় সাঈদ শেখ (১৭) নামে এক ভ্যানচালক কিশোর নিহত হয়েছে। এ সময় নিহত কিশোর কানে হেডফোন লাগিয়ে রেল ব্রিজ পার হচ্ছিল।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা রেল পথে ভাঙ্গা পৌরসভার আতাদী গ্রামে রেললাইনের ওপর এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাঈদ শেখ ওই গ্রামের মিরাজ শেখের ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক ছিল ।
স্থানীয় সূত্রে জানা যায়, সাঈদকে সকালে রেললাইনের ওপর হাঁটতে দেখা গেছে। পরে রেললাইনের একপাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার কানে হেড ফোন লাগনো ছিল। ধারণা করা হচ্ছে, হেড ফোন থাকায় সাঈদ ট্রেন আসার শব্দ শুনতে পায়নি।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসরাফ হোসেন জানান, আতাদী রেললাইনের পাশে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মরদেহ পরবর্তীতে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।