Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের সহকারী জাকিরের বিরুদ্ধে দুদকের মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৫:২০

ময়মনসিংহ: দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত ময়মনসিংহ জেলা কার্যালয় থেকে দুর্নীতির অভিযোগে জেলা সিভিল সার্জন অফিসের অফিস সহকারি মো. জাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

গত ১০ নভেম্বর মামলাটি দায়ের করেন ময়মনসিংহ দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. বুলু মিয়া।

অভিযুক্ত মো. জাকির হোসেন প্রায় আড়াই মাস আগে নেত্রকোনার খালিয়াজুরীতে বদলি হয়েছেন। তবে তিনি সেখানে যোগ দেননি। ছুটিতে আছেন বলে জাকির হোসেন জানিয়েছেন।

জাকির হোসেন ময়মনসিংহ সদরের চরঈশ্বরদিয়ার মো. হাছেন আলি মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে এক কোটি পাঁচ লক্ষ দশ হাজার পাঁচশত একান্ন টাকার সম্পদ গোপন করায় মামলা হয়েছে বলে দুদক জানায়।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালে ময়মনসিংহ সিভিল সার্জন অফিস সহকারি মো. জাকির হোসেন এর বিরুদ্ধে অভিযোগ পেলে দুদক তদন্তে নামে। অভিযোগের প্রেক্ষিতে দুদক অনুসন্ধান পূর্বক মো. জাকির হোসেনের জ্ঞাত আয় বিবরণ চেয়ে নোটিশ দেয়। পরবর্তীতে জাকির হোসেন সম্পদ বিবরনীর তথ্য পেয়ে গতবছর ১১ নভেম্বর দুদকের পক্ষ থেকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। অনুসন্ধানে জাকির হোসেনের সম্পদের হিসাব বিবরণীর সঙ্গে প্রকৃত সম্পদের তথ্য বিবরণীর গড়মিল পায় ঐ কর্মকর্তা। এজন্য তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত জাকির হোসেন বলেন, তিনি কোনো তথ্য গোপন করেননি। বরং দুদক কর্মকর্তাদের তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করেছেন। দুর্নীতি করে কোনো সম্পদ অর্জন করেননি। দুদকের অনুসন্ধানের বিষয়টি তিনি জানেন, তবে মামলার বিষয়ে জানেন না।