ঠাকুরগাঁও: সীমান্তে হত্যা বন্ধ, চোরাকারবারি, জাল টাকা রোধ, নারী ও শিশু পাচারসহ সীমান্তবর্তী মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও বিজিবি ক্যাম্প চত্বরে একটি সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ, বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ সাংবাদিকদের জানান, সীমান্ত হত্যা রোধে চোরাকারবারির পরিবারকে সচেতনতার পাশাপাশি ইমাম, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। জনগণ সচেতন হলে সীমান্ত হত্যার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে জানান তিনি।
তিনি জানান, গত এক বছরে বিজিবি অভিযান চালিয়ে ৫৫৬ জন আসামি আটক করেছে। এছাড়া, প্রায় ৬৭ কোটি টাকার মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, গবাদিপশু ও চোরাচালানী মালামাল জব্দ করেছে। পাশাপাশি মানবপাচার, জাল টাকা পাচার, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, সীমান্তসংলগ্ন জমিতে তিন ফিটের বেশি উচ্চতার ফসল যেমন ভুট্টা ও আখ চাষে নিরুৎসাহিত করা হচ্ছে, যাতে সীমান্তে নজরদারি কার্যক্রমে সমস্যা না হয়।
রংপুর রিজিয়নের অধীনে মোট এক হাজার ৬৬০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে। সম্প্রতি নতুন করে ছয়টি বিওপি (বর্ডার আউটপোস্ট) নির্মাণ করা হয়েছে। এসব বিওপিসহ পুরো সীমান্ত এলাকায় অবৈধ পারাপার, জালনোট ও মাদক পাচার, নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিত জনসচেতনতামূলক সভা করছে।