Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংশোধিত মার্জিন ঋণ বিধিমালার বিষয়ে রুল জারি

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৭:৩১ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৮:২২

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সংশোধিত মার্জিন ঋণ বিধিমালার বিষয়ে রুল জারি করেছেন আদালত।

বুধবার (১২ নভেম্বর) হাইকোর্টের একটি বেঞ্চ রুল এ আদেশ জারি করে।

গত সোমবার ও মঙ্গলবারের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও আসিফ হাসান এর দ্বৈত বেঞ্চ আজ আলোচিত রুল জারি করে।

আদালত সূত্রে এ তথ্য জানা গেছে, রুলে সংশোধিত মার্জিন ঋণ বিধিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা আগামী সাতদিনের মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তবে, রুল জারি হলেও আইনটির কার্যকারিতা স্থগিত করেনি আদালত।

গত ৬ নভেম্বর জারি হওয়া এক প্রজ্ঞাপনের মাধ্যমে মার্জিন ঋণ বিধিমালা, ২০২৫ কার্যকর করা হয়। নতুন বিধিমালা মার্জিন ঋণ বিতরণের ক্ষেত্রে বেশকিছু কড়াকড়ি আরোপ করা হয়। বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ে। কয়েকজন বিনিয়োগকারী আইনটি চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হন।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর