চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা পাঁচ বাংলাদেশি বিমানযাত্রীর কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭০০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, শুল্ক ফাঁকি দিয়ে এসব সোনা ওই যাত্রীরা বিমানবন্দর পার করার চেষ্টা করেছিলেন।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি-১৩৬) পাঁচ যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব সোনা জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।
জাতীয় রাজস্ব বোর্ডের অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫ অনুযায়ী বিদেশফেরত একজন যাত্রী কোনো শুল্ক ছাড়াই বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার আনতে পারেন।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সারাবাংলাকে জানান, পাঁচ যাত্রীর কাছে মোট ১২০০ গ্রাম সোনা পাওয়া যায়। আইন অনুযায়ী, একজনে ১০০ গ্রাম করে তারা সর্বমোট ৫০০ গ্রাম সোনা শুল্ক ছাড়া আনতে পারেন। তারা শুল্ক না দিয়ে অতিরিক্ত ৭০০ গ্রাম সোনা বিমানবন্দর দিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছিলেন। কিন্তু কাস্টমস কর্মকর্তাদের তল্লাশিতে সেটা ধরা পড়ে এবং ৭০০ গ্রাম সোনা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা।
যাত্রীদের মধ্যে জেসমিন আক্তার ও ইয়াসমিন আক্তারের কাছে ২০০ গ্রাম করে ৪০০ গ্রাম, মো. নাসির ও মনোয়ারা বেগমের কাছে ২৫০ গ্রাম করে ৫০০ গ্রাম এবং মোহাম্মদ মাসুম করিম চৌধুরীর কাছ থেকে ৩০০ গ্রাম সোনা পাওয়া যায়। তাদের প্রত্যেককে ১০০ গ্রাম করে সোনা দিয়ে বাকিগুলো জব্দ করা হয়। তাদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় বলে জানান ইব্রাহীম খলিল।