Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণই শেষ পর্যন্ত ষড়যন্ত্র প্রতিহত করবে: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৮:১৭ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৮:৪৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ‘অপ্রয়োজনীয় ও পরিকল্পিত ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐক্যের মাধ্যমেই এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। তিনি বলেন, এটি গণতান্ত্রিক অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার একটি অপচেষ্টা। কিন্তু জনগণই শেষ পর্যন্ত এই ষড়যন্ত্র প্রতিহত করবে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং তিনিই দেশে মিলন ও পুনর্মিলনের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছেন, অর্থনীতিকে মুক্ত বাজার ব্যবস্থার দিকে নিয়ে গেছেন। ফলে কৃষি ও শিল্পে বিপ্লব ঘটে।’

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বলেন, ‘আজ সেই আদর্শ ও চেতনারই প্রয়োজন। দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জাতীয় স্বাধীনতা রক্ষায় তারেক রহমানের নেতৃত্বে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শার্শায় জামায়াতের উঠান বৈঠক
১২ নভেম্বর ২০২৫ ১৮:৩৬

আরো

সম্পর্কিত খবর