ঢাকা: রাজধানীর ধোলাইপাড় ব্রিজের উপরে শরিয়তপুর থেকে আসা শ্যাম পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর বাসটিতে আগুনের এ ঘটনা ঘটে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন শ্যামপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আইরিন সিদ্দিকা।
তিনি বলেন, ধোলাইপাড় ব্রিজের ওপরে থাকা শ্যাম পরিবহন নামের একটি বাসটিতে আগুনের ঘটনা ঘটেছে। বাসটি শরিয়তপুর থেকে ঢাকা এসেছিল। আগুন নিভে গেছে। ঘটনাস্থলে আমাদের ওসিসহ পুলিশ সদস্যরা আছেন। তবে বাসটিতে কে বা কারা আগুন দিয়েছে অথবা আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
এর আগে, আজ দুপুরে রাজধানীর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তার আগে সকালে রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। তবে গাড়িটিতে কাজ করার সময় হঠাৎ আগুন ধরে যায় বলে জানা যায়।