নোয়াখালী: ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই স্লোগানে নোয়াখালীতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় নোয়াখালী প্রেসক্লাব ভবননস্থ দারুচিনি কমিউনিটি সেন্টারে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুজন নোয়াখালী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. হাবিবুর রাছুল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে প্রস্তাবিত জাতীয় সদন উপস্থাপন করেন জেলা কমিটির সদস্য নাছিমা মুন্নি।
এতে বক্তব্য দেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, নোয়াখালীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, সুজনের বেগমগঞ্জ উপজেলা কমিটির সভাপতি গোলাম মহিউদ্দিন নসু, সাংবাদিক ইকবাল হোসেন সুমন, শাহজাহান কচি, জিজিএম মাহবুবুর রহমান, স্কুল শিক্ষক রাজিয়া সুলতানা, উন্নয়ন কর্মী জোছনা আরা বেগম ও ফৌজিয়া সুলতানা।
বক্তারা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে জাতীয় সনদ বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেন।
এদিকে সুজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেগমগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে সকাল ১১টায় বেগমগঞ্জ টেকনিক্যাল হাই স্কুল হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সভাপতি গোলাম মহিউদ্দিন নসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল মুনিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
বিকেলে হাতিয়া উপজেলা কমিটির উদ্যোগে চুনিমিয়াজী পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুজন হাতিয়া উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম মানছুরল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক ছায়েদ আহামেদের সঞ্চালনায় আলোচনা সভায় সুজনের নেতারা ছাড়াও বিভিন্ন শেণি পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।