Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে আক্রান্ত বগুড়া বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৯:৪৯

বগুড়া বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বগুড়া: বগুড়া পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির সভাপতি ও দৈনিক বগুড়ার সম্পাদক মো. রেজাউল করিম বাদশা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। অসুস্থতার কারণে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিকভাবে জানানো হয়েছে, রেজাউল করিম বাদশা বর্তমানে আগের চেয়ে ভালো আছেন। গত কয়েকদিন আগে অসুস্থ ছিলেন। ১০ নভেম্বর টেস্ট করার পর ডেঙ্গু পজিটিভ আসে। এর পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগ সমন্বয়কারী কালাম আজাদ জানান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এখন অনেকটা ভালো আছেন। অসুস্থতার খবরে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। তার চিকিৎসার খোঁজখবরও নিয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, বুধবার (১২ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে দেখতে হাসপাতালে যান বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। এ সময় তার সঙ্গে ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেনসহ জামায়াত নেতারা।

নেতারা রেজাউল করিম বাদশার চিকিৎসার খোঁজখবর নেন ও রোগ মুক্তি কামনা করে মহান আল্লাহর রহমত কামনা করেন। অপরদিকে, রেজাউল করিম বাদশার রোগ মুক্তি কামনা করেছেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর