সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সেলিম হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) রাতে উপজেলার বাদাঘাট বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, সেলিম হায়দারের স্ত্রী অভিযোগ করে বলেন, ‘কোনো অনুমতি ছাড়াই পুলিশ ঘরে ঢুকে আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। আমার জানা মতে, তার বিরুদ্ধে কোনো মামলা বা ওয়ারেন্ট ছিল না।’
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ‘২০২৪ সালের ডিসেম্বরে তাহিরপুর থানায় দায়ের করা একটি নাশকতা মামলার আসামি হিসেবে সেলিম হায়দারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’