Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুয়া নারী সৈনিক সেজে প্রেমের ফাঁদে প্রতারণা, সেই যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ২২:৪৪ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ২২:৪৭

ভুয়া নারী সৈনিক রূপে মো. নাজমুল হাসান জিম। ছবি: সংগৃহীত

রংপুর: রংপুরের পীরগাছা উপজেলায় ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা মো. নাজমুল হাসান জিমকে (২৪) গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে অভিরাম নামাদোলা এলাকায় গোপন অভিযানে তাকে আটক করা হয়। তার কাছ থেকে সেনা-নৌবাহিনীর ইউনিফর্ম, কম্ব্যাট ড্রেস, ক্যাপ, টাওয়াল, গেঞ্জি, ভুয়া আইডি কার্ড, মোবাইল ফোনসহ মেকআপ কিট ও মেয়েলি পরচুলা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, জিম কখনো সেনা, কখনো নৌবাহিনীর সদস্য বা নারী সৈনিক সেজে ভিডিও কলে জিম, সুরভী, অরিন, মিম নামে মেয়েদের কণ্ঠে কথা বলতো। রাজশাহীর এক ভুক্তভোগীর কাছ থেকে ১৭ লাখ ২৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

বিজ্ঞাপন

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘জিম ও তার সহযোগীরা সেনা-নৌবাহিনীর পরিচয় দিয়ে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়তো। মেকআপ-পরচুলায় ছেলেকে মেয়ে সাজিয়ে ভিডিও কলে বিশ্বাস অর্জন করতো। জমির শেয়ার বিক্রির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো।’ জিম পীরগাছা উপজেলার অভিরাম নামাদোলা এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, তার বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে। আটকের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পীরগাছা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘জিমের চক্র রাজশাহী-রংপুরে সক্রিয় ছিল। ভুক্তভোগীরা সেনা-নৌবাহিনীর কাছে অভিযোগ করলে তদন্তে তার নাম উঠে আসে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর