Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের নাশকতার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ২৩:১৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ

সাতক্ষীরা: আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে জেলার শহিদ আসিফ চত্ত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নিউমার্কেট চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা সভাপতি জুবায়ের হোসেন, সাবেক সভাপতি খোরশেদ আলম, বৈষম্যবিরোধী কওমি ছাত্রআন্দালনের কেন্দ্রীয় সদস্য সচিব মাকছুদুর রহমান ও শহর সেক্রেটারি মেহেদী হাসান প্রমুখ।

বিজ্ঞাপন

নেতারা বলেন, ‘গণহত্যার বিচারের ক্ষেত্রে ধীরগতি ও আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতার সুযোগে আওয়ামী লীগ অতীতের ন্যায় আবারও দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। বাংলাদেশে গুম ও গণহত্যার প্রবর্তক নিষিদ্ধ এই দলটি ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা শুরু করেছে।’

তারা দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন করার দাবি জানান।

বিজ্ঞাপন

তেজগাঁওয়ে রেললাইনে আগুন, আটক ২
১২ নভেম্বর ২০২৫ ২২:৫২

আরো

সম্পর্কিত খবর