Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে কলাপাড়ায় মোমবাতি প্রজ্বলন, ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ২৩:২৫

কলাপাড়ায় শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি

পটুয়াখালী: আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সৃষ্ট জলোচ্ছ্বাসে পটুয়াখালী, ভোলাসহ দক্ষিণ উপকূলের কয়েক লাখ মানুষের করুণ মৃত্যু হয়। এসব নিহত মানুষের স্মরণে ও সম্মানে পটুয়াখালীর কলাপাড়ায় শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। একইসঙ্গে দিনটিকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি জানানো হয়।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যার পরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’ এ কর্মসূচি পালন করে।

দিবসের ওপর সংক্ষিপ্ত বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি হুমায়ুন কবির, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, নাজমুস সাকিব, নজরুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা উপকূলীয় মানুষের হতাহতের ঘটনাকে ধারণ করতে এই দিনকে সরকারিভাবে ‘উপকূল দিবস’ ঘোষণা করার দাবি জানান। এর আগে ১২ নভেম্বরের ঘূর্ণিঝড়ে নিহতদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।