Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১৮ আসনে নির্বাচন করবেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ০৯:১২ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১০:৪৫

আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা: রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১৮ থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১২ নভেম্বর) রাতে তিনি দলটির অস্থায়ী প্রধান কার্যালয় বাংলামোটর থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এনসিপির সূত্রে জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী দলের কেন্দ্রীয় সংগঠন ও তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন এবং “নতুন বাংলাদেশ, দ্বিতীয় প্রজাতন্ত্র” গঠনের লক্ষ্যে তাঁর নির্বাচনী প্রচার পরিচালিত হবে।

ঢাকা-১৮ আসনটি বাংলাদেশ জাতীয় সংসদের ১৯১তম আসন, যা গঠিত হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা (বৃহত্তর উত্তরার ছয়টি থানা) নিয়ে।

বিজ্ঞাপন

এ আসনে এখনো বিএনপি প্রার্থী ঘোষণা করেনি, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যক্ষ আশরাফুল হক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর