পুরো ক্যারিয়ারজুড়েই লড়েছেন ইনজুরির সঙ্গে। সবশেষ দুই বছর আগে পাওয়া সেই চোট এখনো নেইমারকে জাতীয় দলের হয়ে নামতে দেয়নি। ২০২৬ বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েক মাস। এমন সময় ব্রাজিল কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পুরোপুরি ফিট হলেই কেবল জাতীয় দলে ফিরতে পারেন নেইমার।
২০২৩ সালের শেষভাগে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার। প্রায় দেড় বছর পর পেশাদার ফুটবলে ফিরেছিলেন তিনি। তবে আল হিলাল ও সান্তোসের হয়ে মাঠে নামলেও ব্রাজিলের জার্সি গায়ে আর ফেরা হয়নি তার। বাছাইপর্ব বা প্রীতি ম্যাচ, কোথাও ব্রাজিল স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের।
কবে ব্রাজিলের হয়ে মাঠে নামবেন নেইমার, এটাই এখন বড় প্রশ্ন। বিশ্বকাপে কি আদৌ খেলতে পারবেন তিনি? ব্রাজিলিয়ান ম্যাগাজিন প্লাকাহকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলছেন, পুরোপুরি ফিট হলে নেইমারকে দলে নিতে আপত্তি নেই তার, ‘না নেইমারের খেলা নিয়ে আমার কোন সমস্যা নেই। এই ইস্যু নিয়ে মানুষের প্রশ্ন করাটা খুব স্বাভাবিক, কারণ সে ব্রাজিলিয়ান ফুটবলের কিংবদন্তি। সবাই চায়, নেইমার তার সেরা শারীরিক অবস্থায় ফিরে আসুক। ব্রাজিলের ফুটবল অ্যাসোসিয়েশন (সিবিএফ), কোচরা, জাতীয় দলের টেকনিক্যাল স্টাফ, খেলোয়াড়রা, সবাই নেইমারের সেরা ছন্দে ফেরার আশায় আছে।’
নেইমার ফিরবেন আগের রূপেই, বিশ্বাস আনচেলত্তির, ‘সত্যি বলতে, বর্তমানে ফুটবলে খেলোয়াড়দের অনেক চাপ সইতে হয়। কেবল মেধা থাকলেই হয় না, শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থতা, তীব্রতা বা গতি; আশা করি, নেইমার তার সেরা অবস্থায় ফিরবে।’