Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালে ভারতের কাছে হার, রূপা জিতল বাংলাদেশ

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৩:৫৩

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে রূপা জিতল বাংলাদেশ

বাংলাদেশ-নেপাল প্রীতি ফুটবল ম্যাচের কারণে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের শেষ দুই দিনের খেলা সরিয়ে নেওয়ার হয়েছিল বনানীর আর্মি স্টেডিয়ামে। আজ সেখানে ছিল দ্বৈত ইভেন্টের বাংলাদেশ-ভারত ফাইনাল। ফাইনালে ভারতের কাছে ১৫১-১৫৩ ব্যবধানে হেরে রূপা জিতেছেন বাংলাদেশের দুই আর্চার হিমু বাছাড়-বন্যা আক্তার।

এবারের এশিয়ান আর্চারির কম্পাউন্ড দ্বৈতে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। ভুটানকে ১৫৪-১৪৮ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয়। এরপর ইরানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন বন্যা ও হিমু। ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ১৫৮-১৫৩ পয়েন্টে হারায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

‎বাংলাদেশের দুই আর্চার বন্যা ও হিমু দুজনই প্রথমবার এশিয়ান আর্চারিতে পদক জিতলেন। ক্যারিয়ারে এ নিয়ে ছয়টি আন্তর্জাতিক পদক পেলেন বন্যা। যার মধ্যে দলগত ইভেন্টে পাঁচটি ও ব্যক্তিগত ইভেন্টে একটি পদক জিতেছেন তিনি। হিমুর পদকের সংখ্যা বেড়ে হলো দুই।

‎‎২০২৩ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান আর্চারিতে কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। সবশেষ ২০২১ সালে ঢাকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ২২তম আসরে এক রূপা ও দুই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর