বাংলাদেশ-নেপাল প্রীতি ফুটবল ম্যাচের কারণে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের শেষ দুই দিনের খেলা সরিয়ে নেওয়ার হয়েছিল বনানীর আর্মি স্টেডিয়ামে। আজ সেখানে ছিল দ্বৈত ইভেন্টের বাংলাদেশ-ভারত ফাইনাল। ফাইনালে ভারতের কাছে ১৫১-১৫৩ ব্যবধানে হেরে রূপা জিতেছেন বাংলাদেশের দুই আর্চার হিমু বাছাড়-বন্যা আক্তার।
এবারের এশিয়ান আর্চারির কম্পাউন্ড দ্বৈতে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। ভুটানকে ১৫৪-১৪৮ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয়। এরপর ইরানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন বন্যা ও হিমু। ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ১৫৮-১৫৩ পয়েন্টে হারায় বাংলাদেশ।
বাংলাদেশের দুই আর্চার বন্যা ও হিমু দুজনই প্রথমবার এশিয়ান আর্চারিতে পদক জিতলেন। ক্যারিয়ারে এ নিয়ে ছয়টি আন্তর্জাতিক পদক পেলেন বন্যা। যার মধ্যে দলগত ইভেন্টে পাঁচটি ও ব্যক্তিগত ইভেন্টে একটি পদক জিতেছেন তিনি। হিমুর পদকের সংখ্যা বেড়ে হলো দুই।
২০২৩ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান আর্চারিতে কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। সবশেষ ২০২১ সালে ঢাকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ২২তম আসরে এক রূপা ও দুই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ।