কুষ্টিয়া: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শহরের মজমপুর এলাকায় জুলাই আহত যোদ্ধা ও ফ্যাসিবাদবিরোধী আমজনতা ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা “আওয়ামী লীগের বিচার চাই”, “ফ্যাসিবাদ নিপাত যাক”সহ নানা স্লোগান দেন।
এ সময় বক্তারা বলেন, “ফ্যাসিস্টদের হুমকি-ধমকিতে ভয় পায় না জুলাই আহত যোদ্ধারা। আমরা যেকোনো বিশৃঙ্খলা ও অপচেষ্টা রুখে দিতে প্রস্তুত।”
বক্তারা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা নষ্টের উদ্দেশ্যে লকডাউন বা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করলে জনগণই তা প্রতিরোধ করবে।
এ সময় কুষ্টিয়া সদরের জুলাই আহত যোদ্ধাদের নির্বাচিত সভাপতি আজমুল হোসেন, সদর সেক্রেটারী মো. তায়েফ হাসান খান, জুলাই যোদ্ধা সংসদ কুষ্টিয়ার আহ্বায়ক বাপ্পি মনিরুলসহ জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কুষ্টিয়া জেলা পুলিশ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান নিয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।