Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও আ.লীগ নেতা টোটন ঢাকায় গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৪:৪৭ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৬:০৫

রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা: নাশকতার অভিযোগে চুয়াডাঙ্গার সাবেক পৌরসভার মেয়র ও নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে কখন কিভাবে তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। তিনি চুয়াডাঙ্গার সাবেক সংসদ সদস্য ও হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ছোট ভাই।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেফতার করা হয়েছে। দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ দল আওয়ামী লীগের কথিত লকডাউনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন