Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি: মান্না

স্পেশাল করেসপডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৫:২৬ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৬:৫৯

বক্তব্য দিচ্ছেন মাহমুদুর রহমান মান্না। ছবি: সারাবাংলা

বগুড়া: নাগরিক ঐক্য’র সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গত ১৫ বছর দেশের মানুষ কোন ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়েছে। এবার সুযোগ এসেছে মানুষের ভোট দেওয়ার। তাই দেখে, বুঝে ভালো মানুষকে ভোট দিতে হবে। নতুন বাংলাদেশে নতুন রাজনীতি চলবে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে ইউনিয়ন ‘নাগরিক ঐক্য ও যুব নাগরিক ঐক্য’র আয়োজনে গণসংযোগ শেষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘একটি সুখি সুন্দর দেশ গড়তে দরকার ভালো সরকার। পার্টি ভালো না হলে সরকার ভালো হবেনা। আমি অন্য পার্টির সঙ্গে ঐক্য করেছি। আমি বিএনপির সঙ্গে কথা বলেছি, আমরা যৌথভাবে নির্বাচন করবো। আওয়ামী লীগ ভালো কাজ না করার কারণে আমি দল ছেড়েছিলাম। পরিবর্তিত বাংলাদেশে জনগনের ভাগ্য বদলাতে তাদের কথা শুনতে হবে। এখন রাজনীতির সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে।’

বিজ্ঞাপন

মান্না বলেন, ‘আমাদের ভোট নিয়ে যারা মন্ত্রী হয়েছিল, তারা দেশের বাইরে বাড়ি বানিয়েছে। তাদের সন্তানদের বিদেশে লেখাপড়া করিয়েছে।’

কিচক ইউনিয়ন নাগরিক ঐক্যর সভাপতি খোকার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যর যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, সদস্য আব্দুর রাজ্জাক সজিব, জেলা নাগিরক ঐক্য সমন্বয়ক সাইদুর রহমান সাগর, উপজেলা নাগরিক ঐক্য আহবায়ক শহিদুল ইসলাম, নাগরিক ঐক্য নেতা এনামুল হক সরকার, হিরা, সাজু, আব্দুল আলীম, ওহাব, যুব নাগরিক ঐক্য নেতা অমিত হাসান প্রমুখ।

সারাবাংলা/আরটি/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর