চট্টগ্রাম ব্যুরো: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে চাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মিছিল জিরো পয়েন্টে গিয়ে শেষ হয় এবং সেখানে সমাবেশ করেন চাকসু নেতারা। এতে ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের অনেকেও যোগ দেন।
সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি ইব্রাহিম রনি বলেন, ‘খুনি হাসিনার বিরুদ্ধে আদালতের রায়কে কেন্দ্র করে তার অনুসারীরা অপকর্ম শুরু করেছে। আমরা জুলাইয়ে বৈষম্যহীন একটি রাষ্ট্রের জন্য আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে গণহত্যা চালিয়েছিল খুনি শেখ হাসিনা। সেই গণহত্যার বিচারের রায় আমরা এখনো পাইনি। রায় ঘোষণার তারিখ নির্ধারণ হয়েছে। কিন্তু সেই রায় ঘোষণাকে বানচাল করার জন্য খুনি হাসিনার দোসররা মাঠে নেমে গেছে।’
‘অনেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শান্ত ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য নিষিদ্ধ ছাত্রলীগকে ইন্ধন দিচ্ছে। তাদের আইনের আওতায় আনতে হবে। আমরা ইন্টেরিম সরকারকে বলতে চাই, খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কোনো চুক্তি বাস্তবায়ন এবং কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখা যাবে না।’
চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, ‘খুনি হাসিনার পতনের পর আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ আর প্রকাশ্যে আসতে পারবে না। কিন্তু সুশীল ইন্টেরিম সরকারের নির্লিপ্ততার কারণে তারা প্রকাশ্যে মিছিল করছে, ব্যানার টানাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, ক্যাম্পাসে যারা অস্থিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার টানিয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত বিচার করতে হবে।’