ঢাকা: চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। ধারাবাহিক দরপতনের ফলে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজার ৭০০ পয়েন্টের ঘরে নেমেছে। সাড়ে ৪ মাস আগের অবস্থানে নেমে এসেছে সূচক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার চিত্রে দেখা যায়, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২২ দশমিক ৬৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭০২ পয়েন্টে।
এছাড়া, ডিএসই’র অপর সূচক ‘ডিএসইএস’ ২৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে ৯৭৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪৭ দশমিক ৭১ পয়েন্ট কমে ১৮৫১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসই-তে ৩৮৩ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯০ কোটি ১৩ লাখ ৮২ হাজার টাকা।
এদিন ডিএসই-তে মোট ৩৮৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫টি কোম্পানির, বিপরীতে ৩৫২টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৩৩.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩১৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২১৮.৯৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৯৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ১৬.৮৩ পয়েন্ট কমে ৮৪৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৫৯.৪৪ পয়েন্ট কমে ১২ হাজার ১৭০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসই-তে মোট ১৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৮টি কোম্পানির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত আছে ৪টির।
সিএসই-তে ৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।