দিনাজপুর: আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নৈরাজ্য ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। একইসঙ্গে, চলছে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি অভিযান। তবে, পুলিশের এমন সতর্ক অবস্থানের মধ্যেও বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম এবং পণ্য পরিবহন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে বন্দর এলাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছেন হাকিমপুর থানা পুলিশের সদস্যরা।
এ বিষয়ে হাকিমপুর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে হিলি স্থলবন্দর এলাকায় যাতে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হচ্ছে। হাকিমপুর থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। একইসঙ্গে, বন্দরের আমদানি-রফতানি বাণিজ্যও স্বাভাবিক রয়েছে।