ঢাকা: একই দিনে নির্বাচন-গণভোট আয়োজনের বিষয়ে আলোচনা করে মতামত দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের শেষাংশে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সিইসি বলেন, আমরা ফরমালি বিষয়গুলো জানলে তখন আমরা এক্সেরসাইজ করে আমরা সবাই বসে কমিশনে আলাপ আলোচনা করে একটা মতামত দিতে পারবো।
এ বিষয়ে এ মুহূর্তে কোন মতামত দেওয়া যথার্থ হবে না- বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত দুপুরে জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে একই দিনে হবে বলে ঘোষণা দেন। ওই সময় ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার।
সিইসি বলেন, প্রধান উপদেষ্টার বক্তৃতাটা আমার এখনো শোনার সুযোগ হয় নাই। কারণ আমি ওই সময়ে মিটিংয়ে ছিলাম। আমি এটা শুনি নাই। আর একটা জিনিস, যেটা আমি শুনি নাই, উনি কোন লাইনে বলেছেন, কী বলেছেন, আর উনাদের প্রস্তাবটা কী- তা বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক হবে না।
আনুষ্ঠিকভাবে এ বিষয়ে জানলে কমিশন আলোচনা করে মতামত দিতে পারবে বলে জানান সিইসি।