Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানাল ১২ দলীয় জোট

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৮:৩৩ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৯:২০

১২ দলীয় জোট। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে স্বাগত জানিয়েছে ১২ দলীয় জোট।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জোটের যৌথ বিবৃতিতে তারা একে স্বাগত জানান।

এতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের ঘোষণা সময়োপযোগী ও বাস্তবধর্মী সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার ঘোষণায় দেশের সাধারণ মানুষ আনন্দিত হয়েছে এবং এতে রাজনৈতিক অঙ্গনে তৈরি অনিশ্চয়তা ও সংশয় কাটিয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে জোটের নেতারা বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেশের সব রাজনৈতিক দল এখন নতুন কোনো দাবি না তুলে নির্বাচনি প্রস্তুতিতে মনোনিবেশ করবেন।’ এ ছাড়া জাতীয় নির্বাচনের সঙ্গে একযোগে গণভোটের সিদ্ধান্তকে একটি ‘যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে সই করেছেন— মোস্তফা জালাল হায়দার (চেয়ারম্যান, জাতীয় পার্টি ও ১২ দলীয় জোটের প্রধান), শাহাদাত হোসেন সেলিম (চেয়ারম্যান, বাংলাদেশ এলডিপি ও জোটের মুখপাত্র), সৈয়দ এহসানুল হুদা (চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় দল ও জোটের সমন্বয়ক), ড. গোলাম মহিউদ্দিন ইকরাম (মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ), প্রফেসর নুরুল আমিন বেপারী (চেয়ারম্যান, বিকল্পধারা বাংলাদেশ), লায়ন ফারুক রহমান (চেয়ারম্যান, ন্যাশনাল লেবার পার্টি), শামসুদ্দিন পারভেজ (চেয়ারম্যান, বাংলাদেশ কল্যাণ পার্টি), মাওলানা আব্দুল রকিব (চেয়ারম্যান, ইসলামী ঐক্য জোট), অ্যাডভোকেট আবুল কাশেম (মহাসচিব, বাংলাদেশ ইসলামিক পার্টি), আমিনুল ইসলাম (চেয়ারম্যান, ইউনাইটেড লিবরাল পার্টি), এম এ মান্নান (সভাপতি, নয়া গণতান্ত্রিক পার্টি) এবং ফিরোজ মো. লিটন (চেয়ারম্যান, প্রগতিশীল জাতীয়তাবাদী দল)।

বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর