Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একই দিনে গণভোট-জাতীয় নির্বাচন ঝুঁকিপূর্ণ: খেলাফত মজলিস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৯:১৫ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ২০:২৩

ঢাকা: খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, ‘গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত যথার্থ নয়। এতে সনদ বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হবে।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণ পরবর্তী এক বিবৃতিতে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির সিদ্ধান্ত ইতিবাচক এবং জন অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। এটি জনগণের কাঙ্ক্ষিত সংস্কারের প্রত্যাশা পূরণে একধাপ অগ্রগতি।

কিন্তু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের উপর গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত যথার্থ নয়। কারণ এতে সনদ বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচন কমিশন সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারবে কি না সে প্রশ্নও রয়েছে। এতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আরো জটিলতা সৃষ্টি হতে পারে। জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নে সরকার আন্তরিক হলে গণভোট জাতীয় নির্বাচনের আগে করা সম্ভব।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর