Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধান উপদেষ্টাকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৯:১৭ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ২০:২৩

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এই সরকারের নৈতিক ভিত্তি গণঅভ্যুত্থান। জনগণের সামনে সরকারের শপথ পাঠ করা উচিত ছিল। জুলাই সনদের আদেশ জারি রাষ্ট্রপতি দিলেও জায়েজ হবে, কিন্তু নৈতিক হবে না। প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর বাংলা মোটরে দলটি অস্থায়ী কার্যালয়ে জাতীয় কৃষক শক্তির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত এক বছরে সরকারের সঙ্গে জনগণের বিচ্ছেদ হয়েছে। সংবিধানের ১০৬ এ যা কিছু সিদ্ধান্ত নিয়েছে, সে জন্য এই বিচ্ছেদ। এটার আইনি ভিত্তি থাকলেও নৈতিক ভিত্তি নেই।

বিজ্ঞাপন

নাসীরুদ্দীন বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে জনগণ একমত ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো একমত ছিল না।’

তিনি বলেন, ‘কমিশনের সক্ষমতা নিয়ে আমরা শঙ্কিত। কমিশন শক্তিশালী না হলে গণভোট ও নির্বাচন একদিনে হলে বিশৃঙ্খলা তৈরি হবে।’

এনসিপি নেতা বলেন, বিএনপি-জামায়াত দুই দলের নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টির ফলে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর