Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোটকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে: মামুনুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৯:৪২

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

ঢাকা: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করার ঘোষণা দিয়ে এবং একই প্রশ্নের মধ্যে আলাদা চারটি অংশ রেখে গণভোটকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে। এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিও ঝুঁকিতে পড়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস কর্তৃক জাতির উদ্দেশে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দলীয় প্রতীকে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট একত্রে অনুষ্ঠিত হলে জনগণের মনোযোগ বিভ্রান্ত হবে। গণভোটের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মানুষ যথাযথভাবে বুঝে মত প্রকাশ করতে পারবে না। এতে গণভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বিঘ্নিত হবে।’

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার যদি জুলাই সনদের বাস্তবায়ন ও স্বতন্ত্র গণভোটের গণদাবি পূরণ না করে তবে সেটি হবে আমাদের জন্য হতাশাজনক এবং জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও স্বীকৃতিকে ঝুঁকিতে ফেলার দুঃখজনক পদক্ষেপ।’

তিনি বলেন, ‘শীঘ্রই আমরা দলীয় ফোরাম ও আন্দোলনরত আট দলীয় জোটে বৈঠক করে বিস্তারিত প্রতিক্রিয়া জানাব।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর