Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির ফটকে তালার ঘটনায় ৫ নিরাপত্তা প্রহরী সাময়িক বরখাস্ত

ঢাবি করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ২১:০৩ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ২১:৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ঢাকা: মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি ভবনে তালা ঝোলানোর পর দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ নিরাপত্তা প্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম সই করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

বরখাস্ত হওয়া নিরাপত্তা প্রহরীরা হলেন- মো. শাহ আলম (আইইআর), মো. সেলিম (আইইআর), মো. সংগ্রাম হোসেন (চারুকলা অনুষদের মাঝের গেট), মো. সফিকুল ইসলাম (পুষ্টি ও খাদ্যবিজ্ঞান) ও মো. আলী আহমেদ (কার্জন হলের পেছনের গেট)।

জনসংযোগ থেকে পাঠানো বার্তায় বলা হয়, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে নিরাপত্তা প্রহরার দায়িত্বে ছিলেন। সে সময় প্রক্টরিয়াল সিকিউরিটি মোবাইল টিম সংশ্লিষ্ট নিরাপত্তা প্রহরীদের কর্মস্থল পরিদর্শনে গেলে তাদের কাজে অবহেলার বিষয়টি পরিলক্ষিত হয়। সে জন্য দায়িত্বে অবহেলার কারণে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর