Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়ার চেতনা ছড়িয়ে দিতে ভিডিও কন্টেন্ট নির্মাণ প্রতিযোগিতা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ২১:৩১ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ২২:৫৬

প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

ঢাকা: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেতনাকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে শুরু মাসব্যাপী ভিডিও কন্টেন্ট নির্মাণ প্রতিযোগিতা। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫’ কে সামনে রেখে মাসব্যাপী এই আয়োজন করেছে জাতীয়তাবাদের পাঠশালা ও ৭’ নভেম্বর প্রজন্ম। এর সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ৭’ নভেম্বর প্রজন্মের আহ্বায়ক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া, জাতীয়তাবাদের পাঠশালার ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নুরুল হুদা বাবু, ৭’ নভেম্বর প্রজন্মের সদস্য সচিব ও সাংবাদিক ইয়াছির ওয়ারদাদ তন্ময় এবং সাবেক ছাত্রদল নেতা সোলায়মান কবির প্রমুখ।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) জীবনের অজানা গল্প, ঐতিহাসিক আখ্যান এবং প্রেরণাদায়ী ঘটনাবলিকে সৃজনশীল উপায়ে ক্যামেরার লেন্সে জীবন্ত করে তোলার এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে এই প্রতিযোগিতা। দেশের ৬৪টি জেলার সকল সৃজনশীল স্টোরি টেলার, ভিডিও কন্টেন্ট নির্মাতা এবং ডকুফিকশন পরিচালকদের এই মহাপ্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

এই অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশের ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলা থেকে ১০১ জন সেরা কন্টেন্ট ক্রিয়েটরকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি, সংগঠন দুটির লক্ষ্য রয়েছে এই কর্মসূচির মাধ্যমে ১ হাজার কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করা। আয়োজকরা জানান, বৃহস্পতিবার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর